ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ই'সরায়েলি পণ্য 'স্প্রাইট' মাটিতে ফেলে ঢাকা উত্তর বিএনপির ভিন্নধর্মী প্রতিবাদ

২০২৫ এপ্রিল ০৭ ১৮:১৬:০০
ই'সরায়েলি পণ্য 'স্প্রাইট' মাটিতে ফেলে ঢাকা উত্তর বিএনপির ভিন্নধর্মী প্রতিবাদ

ডুয়া নিউজ: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দেশবাসী। পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলোও। গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি পণ্য বলে পরিচিত কোমলপানীয় ‌‘স্প্রাইট’ মাটিতে ফেলে দেন দলটির নেতাকর্মীরা।

আজ সোমবার (৭ এপ্রিল) রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই প্রতিবাদ জানানো হয়।

অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বক্তব্যের এক পর্যায়ে তিনি ইসরায়েলি সবধরনের পণ্য বর্জনের ডাক দেন। পরে টেবিলে রাখা কোমল পানীয় ‘স্প্রাইট’ মাটিতে ফেলে ভিন্নধর্মী এ প্রতিবাদ জানান বিএনপির এই নেতা।এ সময় তিনি বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে আহ্বান জানান। এ ছাড়া দেশের রাজনীতি নিয়েও কথা বলেন আমিনুল হক।

এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের সঙ্গে উপস্থিত সবাই একাত্মতা প্রকাশ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে