ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ট্রাম্পকে চিঠি লিখলেন প্রধান উপদেষ্টা

২০২৫ এপ্রিল ০৭ ১৮:০৬:০৯
ট্রাম্পকে চিঠি লিখলেন প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মার্কিন শুল্ক পুনর্বিবেচনা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি ৩৭ শতাংশ শুল্কের প্রস্তাব তিন মাসের জন্য স্থগিত রাখার আবেদন করেছেন।

এ বিষয়টি সোমবার (৭ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, চিঠিতে বাংলাদেশ কীভাবে শুল্ক সংক্রান্ত সমস্যা সমাধানে এগিয়ে আসবে তা উল্লেখ করা হয়েছে।

এছাড়া গত রোববার (৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে শফিকুল আলম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের জন্য ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্টকে চিঠি পাঠাবেন এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরেও একটি আলাদা চিঠি পাঠানো হবে।

প্রেস সচিব আরও জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি পাঠানো হবে, যার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে পাঠানো চিঠিটি ২৪ ঘণ্টার মধ্যে পাঠানো হয়েছে এবং মার্কিন বাণিজ্য দপ্তরে পাঠানোর প্রক্রিয়া এখনও চলমান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে