ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনে অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা

২০২৫ এপ্রিল ০৭ ১৭:৫০:৪০
ফিলিস্তিনে অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা

ডুয়া ডেস্ক: বাংলাদেশ সরকার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব ও চলমান গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এর ফলে গাজার মানবিক পরিস্থিতি চরম সংকটে পড়েছে এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথ বন্ধ হয়ে গেছে। ইসরায়েল বারবার আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে হত্যা ও আক্রমণ চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সরকার গাজার বেসামরিক এলাকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা এবং বোমাবর্ষণকে জাতিগত নির্মূল অভিযানের অংশ হিসেবে গণ্য করে এর তীব্র নিন্দা প্রকাশ করেছে। বাংলাদেশ ইসরায়েলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে, অধিক সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানাচ্ছে যেন তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানায় একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

বিবৃতিতে বাংলাদেশের সরকার মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার প্ল্যাটফর্মে ফিরে আসার গুরুত্বও তুলে ধরেছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য অপরিহার্য। বাংলাদেশ কূটনীতি ও সংলাপের মাধ্যমে সহিংসতা ও দুর্ভোগের অবসান ঘটাতে সকলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে এবং বিশ্ব সম্প্রদায়কে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে কাজ করার জন্য উৎসাহিত করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে