ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

দুই খাতের শেয়ারে মুনাফা তুলেছে বিনিয়োগকারীরা

২০২৫ এপ্রিল ০৭ ১৬:৩১:১১
দুই খাতের শেয়ারে মুনাফা তুলেছে বিনিয়োগকারীরা

ডুয়া নিউজ: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার উভয় শেয়ারবাজারে দুই খাতের শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা গেছে। এদিন মূলত এ দুই দুখাতের বিনিয়োগকারীরা ট্রাম্পের শুল্কনীতির ধাক্কা সামলাতে নেতৃত্ব দিয়েছিল। খাত দুটি হলো- ফার্মা ও রসায়ন খাত এবং মিউচুয়াল ফান্ড খাত।

আগের দিন আলোচ্য দুই খাতের প্রায় সব প্রতিষ্ঠানের দামই বেড়েছিল। ওইদিন বিক্রেতা সংকেটে থাকা ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টি ছিল মিউচুয়াল ফান্ড এবং ৩টি ছিল ফার্মা ও রসায়ন খাতের।

তবে আজ ফার্মা ও রসায়ন খাত এবং মিউচুয়াল ফান্ড খাতে বিপরীত চিত্র দেখা গেছে। একদিনের ব্যবধানে খাত দুটির বিনিয়োগকারীরা মুনাফা তোলায় বিশেষ আগ্রহী ছিল। যার কারণে আজ খাত দুটির বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম নেতিবাচক ছিল।

আমার স্টকের তথ্য অনুযায়ি, আজ ফার্মা ও রসায়ন খাতের ৩৪টি কোম্পানির মধ্যে দাম কমেছে ১৯টির বা ৫৬ শতাংশের, দাম বেড়েছে ১২টির বা ৩৫ শতাংশের এবং দাম অপরিবর্তিত ছিল ৩টির বা ৯ শতাংশের।

অন্যদিকে, আজ মিউচুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ফান্ডগুলোর মধ্যে ২২টি বা ৬১ শতাংশের দাম কমেছে, দাম বেড়েছে ৫টি বা ১৩ শতাংশের এবং দাম অপরিবর্তির ছিল ৯টি বা ২৫ শতাংশের।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে