ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

শেয়ারবাজার: সূচকে মিশ্র প্রতিক্রিয়া, বেড়েছে লেনদেন

২০২৫ এপ্রিল ০৭ ১৫:২৬:২৮
শেয়ারবাজার: সূচকে মিশ্র প্রতিক্রিয়া, বেড়েছে লেনদেন

ডুয়া ডেস্ক : দীর্ঘ ছুটির পর গতকাল রোববার চালু হয়েছে দেশের উভয় শেয়ারবাজার। রোববার সূচক পতন দিয়ে লেনদেন হলেও লেনদেনের পরিমাণ বেড়েছিল। আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৭ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একই চিত্র দেখা গেলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দেখা গেছে ভিন্ন চিত্র। আজ সিএসইতে লেনদেন সামান্য কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচকের পতন হয়েছে ৮ দশমিক ৪৮ পয়েন্ট। আগের কর্মদিবস রোববার প্রধান সূচক কমেছিল ১৩ দশমিক ৯৬ পয়েন্ট। তবে সূচক কমলেও লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৫০ লাখ টাকার। আজ লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৮৯ লাখ টাকার।

আগের কর্মদিবসের মত আজও ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

আজ ডিএসইর প্রধান সূচক ৮ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৬ দশমিক ৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৫ দশমিক ৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩০ দশমিক ৭১ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৪৬৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৫০ লাখ টাকার।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৬২ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই শূন্য দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৬১ দশমিক ৫৬ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ১৬ দশমিক ৬৬ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে