ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সর্তকতা জারি

২০২৫ এপ্রিল ০৭ ১৪:৫৮:০৩
ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সর্তকতা জারি

ডুয়া ডেস্ক : গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশজুড়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। সোমবার (৭ এপ্রিল) গুলশানে অবস্থিত দূতাবাস থেকে এক বিবৃতিতে এই সতর্কতা দেওয়া হয়।

বিবৃতিতে জানানো হয়, গাজা সংকটের প্রতিক্রিয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওইদিন বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এই বিক্ষোভগুলো কেন্দ্রীয়ভাবে বড় গণজমায়েতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য যানজট বৃদ্ধি এবং দূতাবাসের সামনেও প্রতিবাদ সংগঠিত হতে পারে— এমন আশঙ্কায় দূতাবাস সেদিন বিকেলে তাদের জনসেবা সীমিত রাখবে।

মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের উদ্দেশে বলেছে, এমন বিক্ষোভ প্রাথমিকভাবে শান্তিপূর্ণ হলেও তা দ্রুত উত্তপ্ত হয়ে সহিংসতায় রূপ নিতে পারে। এজন্য বড় জমায়েত ও বিক্ষোভ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পুনর্মূল্যায়ন, স্থানীয় পরিস্থিতির ওপর নজর রাখা এবং সংবাদমাধ্যমের হালনাগাদ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের সবসময় চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে প্রয়োজনে জরুরি যোগাযোগ বজায় রাখা যায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে