ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ভুল স্বীকার করার পরেও বরখাস্ত হলেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা

২০২৫ এপ্রিল ০৭ ১৩:৫৮:২৯
ভুল স্বীকার করার পরেও বরখাস্ত হলেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা

ডুয়া ডেস্ক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শিক্ষিকা তাহমিনা রহমানকে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করায় শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেয়ার জন্য বহিষ্কার করেছে।

সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাহমিনা রহমানকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে, এরপর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী স্থায়ী বহিষ্কার প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও বলেন, তাহমিনা রহমান খণ্ডকালীন শিক্ষক ছিলেন এবং আজ থেকে তার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না।

এর আগে, ফিলিস্তিনে ইসরায়েলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি ঘোষণা করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে অংশ নিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করার সিদ্ধান্ত নেন।

বিষয়টি জানার পর, তাহমিনা রহমান শিক্ষার্থীদের গ্রুপে ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেন। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়। যদিও পরে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট করেন, কিন্তু তবুও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে