ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সৌদি আরবের শেয়ারবাজারে ৫ বছরের মধ্যে সবচেয়ে বড় পতন

২০২৫ এপ্রিল ০৭ ১৩:২৪:৩৩
সৌদি আরবের শেয়ারবাজারে ৫ বছরের মধ্যে সবচেয়ে বড় পতন

ডুয়া ডেস্ক : সৌদি আরবের শেয়ারবাজারে ৬ এপ্রিল, রোববার এক বিশাল পতন দেখা গেছে, যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড়। বাজার মূলধন থেকে ১৩৩ বিলিয়ন ডলার (প্রায় ১৪ লাখ কোটি টাকা) লোকসান হয়েছে।

গালফ বিজনেস’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং তেলের দাম কমার কারণে এই পতন ঘটেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাদাওয়ুল অল শেয়ার ইনডেক্স (টিএএসআই) ৬.১ শতাংশ বা ৭০০ পয়েন্টের বেশি কমে ১১ হাজার ২শ’ পয়েন্টের নিচে নেমে যায়, যা ২০২০ সালের মে মাসের পর সবচেয়ে বড় দৈনিক পতন।

এ ধসের কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের শঙ্কা এবং বিনিয়োগকারীদের বিক্রির চাপ উল্লেখ করা হয়েছে। ৫ এপ্রিল থেকে ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর রফতানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা তিনি 'অন্যায্য বাণিজ্য চর্চা' ঠেকানোর পদক্ষেপ হিসেবে দাবি করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের বিপরীতে চীন, ইউরোপ ও অন্যান্য বড় অর্থনীতির দেশগুলো প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়, যার ফলে তেলের দাম চার বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। এই প্রভাব সৌদিসহ গোটা উপসাগরীয় অঞ্চলের বাজারকে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

সৌদি আরামকো এই ধসের সবচেয়ে বড় শিকার হয়েছে, যার শেয়ার ৬ দশমিক ২ শতাংশ কমে ৯০ বিলিয়ন ডলার বাজার মূলধন হারিয়েছে। আল রাজি ব্যাংক এবং সৌদি ন্যাশনাল ব্যাংকের শেয়ারও ৫ থেকে ৬ শতাংশ কমেছে।

লেনদেনের প্রথম ৩০ মিনিটে ট্রেডিং ভলিউম ২ দশমিক ২ বিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছায়, যার বেশিরভাগই ছিল আরামকো, আল রাজি এবং এসটিসি-এর শেয়ার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে