ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

৯ এজেন্সির কারণে অনিশ্চয়তায় ৩৬৮ হজযাত্রী

২০২৫ এপ্রিল ০৭ ১২:৫৫:০১
৯ এজেন্সির কারণে অনিশ্চয়তায় ৩৬৮ হজযাত্রী

ডুয়া ডেস্ক : প্রতি বছর সৌদি আরবের মক্কা নগরীতে লাখ লাখ মানুষ হজে অংশ নিতে সমবেত হন। বেশিরভাগ হজযাত্রী মক্কা ও মদিনায় ভাড়া বাড়িতে অবস্থান করেন, যার ব্যবস্থা করে হজ এজেন্সিগুলো। তবে চলতি বছরের হজে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া এবং পরিবহন চুক্তি না করার কারণে ৩৬৮ জন হজযাত্রীর হজ পালন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এ ঘটনায় সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৯টি হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে। রোববার (৬ এপ্রিল) এ ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে জানানো হয়, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট এজেন্সিগুলো, যাদের মধ্যে রয়েছে কালকিনি হজ ট্রাভেলস, মিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ইউসুফ এয়ার ইন্টারন্যাশনাল, আদিল ওভারসিজ, এবং অন্যান্য, তাদের হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পন্ন না করার জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।

এছাড়া, মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোন হজযাত্রী এজেন্সির অবহেলায় হজ পালন না করতে পারেন, তবে তার পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সির হবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি সহ্য করা হবে না এবং দুর্নীতির অভিযোগ পেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে এবং ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। এবারের হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী অংশ নেবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে