ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রেমিট্যান্সে বড় সুখবর, ২১ দিনে বাড়ল ৪৩ কোটি ডলার

২০২৪ ডিসেম্বর ২২ ২০:১২:৩৫
রেমিট্যান্সে বড় সুখবর, ২১ দিনে বাড়ল ৪৩ কোটি ডলার

ডুয়া নিউজ: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক মাসে বৈধ চ্যানেলের মাধ্যমে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে।

সর্বশেষ ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে মোট ২০০ কোটি ৭২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স প্রবাহিত হয়েছে, যা গত নভেম্বরে আসা ১৫৭ কোটি ৫০ লাখ ডলারের চেয়ে ৪৩ কোটি ডলার বেশি। অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ১৫৭ কোটি ২৯ লাখ ডলার।

ডিসেম্বর মাসের এই তিন সপ্তাহে দৈনিক গড় রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ডলার। চলতি বছরের জুন মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার। কিন্তু জুলাইয়ে তা হঠাৎ করে কমে ১৯১ কোটি মার্কিন ডলারে নেমে আসে, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, ডিসেম্বরের প্রথম ২১ দিনে ২০০ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩১ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ডলার।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর রেমিট্যান্স প্রবাহ ২৬ শতাংশ বেড়েছে। তিনি বলেন, “প্রবাসীরা হুন্ডির পরিবর্তে ব্যাংকের মাধ্যমে বেশি টাকা পাঠাচ্ছেন।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে