ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

পিপিএম পদকে ভূষিত হলেন সেই পুলিশ সদস্য

২০২৫ এপ্রিল ০৭ ১২:০৪:২৫
পিপিএম পদকে ভূষিত হলেন সেই পুলিশ সদস্য

ডুয়া ডেস্ক : ভালো কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন। গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে বিষয়টি রোববার (০৬ এপ্রিল) জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শন এবং জনশৃঙ্খলা রক্ষায় অভিনব পুলিশিং কৌশলের জন্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হয়েছে।

পূর্বে, বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের পরিয়ে দেওয়া হতো, তবে রিয়াদের ক্ষেত্রে এই পদক ভিন্নভাবে দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশে সর্বোচ্চ স্বীকৃতিটি হলো ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম), এরপর রয়েছে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম)। এই দুই পদকে ভূষিত হলে একজন পুলিশ সদস্য এককালীন অর্থ এবং মাসিক ভাতা পান। বিপিএম পদকপ্রাপ্তদের এককালীন ১ লাখ টাকা এবং মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়া হয়। অন্যদিকে, পিপিএম পদকপ্রাপ্তদের এককালীন ৭৫ হাজার টাকা এবং মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়া হয়।

গত ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ের সামনের রাস্তা থেকে আন্দোলনকারীদের সরাতে গায়ে আঘাত না করে রাস্তায় লাঠি মেরে, পাশে বৈদ্যুতিক খুঁটিতে বাড়ি দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন পুলিশ সদস্য রিয়াদ। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাকে প্রশংসায় ভাসান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে