ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

২ সপ্তাহের মধ্যে ঘোষণা হবে ডাকসুর রোডম্যাপ

২০২৫ এপ্রিল ০৭ ০৯:১৮:৫২
২ সপ্তাহের মধ্যে ঘোষণা হবে ডাকসুর রোডম্যাপ

লিটন ইসলাম: শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন দিতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে করা তিনটি কমিটির কাজ শেষ।শিক্ষার্থীদের কাছ থেকে ফিডব্যাক পেলেই দুই সপ্তাহের মধ্যে ডাকসুর রোডম্যাপ ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জানুয়ারিতে পরামর্শদান, নির্বাচনের আচরণবিধি প্রণয়ন/সংশোধন এবং ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন করার বিষয়ে পৃথক ৩টি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে এসব কমিটির কাজ শেষ হয়েছে। এর মধ্যে গঠনতন্ত্র কমিটি চূড়ান্ত রিপোর্ট করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ চেয়ে ইনস্টিটিউশনাল ইমেইলে মেইলে পাঠিয়েছে। শিক্ষার্থীদেরকে থেকে প্রাপ্ত ফিডব্যাকের উপর ভিত্তি করে এই মাসের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে কমিটির রিপোর্ট চূড়ান্ত করা হবে।

পরামর্শ বিষয়ক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা ডুয়া নিউজকে জানান, আমরা আশা করছি দুই সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে ফিডব্যাক পেয়ে যাবো। এরপর আমরা রোডম্যাপ ঘোষণা করবো।

সূত্র আরও জানায়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন গঠন করা হয় তার প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মাসের মধ্যে সেটা গঠন করা হবে। এর পাশাপাশি সামনে নির্বাচন কিভাবে হবে, কোন কোন বিষয়গুলো শিক্ষার্থী ও প্রার্থীদের মানতে হবে, নির্বাচনে প্রার্থী হতে কোন কোন যোগ্যতা লাগবে সবকিছু অতি দ্রুত প্রকাশ করা হবে। এতে করে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা সেটা অনেকটাই কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গঠনতন্ত্র বিষয়ক কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ডুয়া নিউজকে বলেন, আমাদের কমিটির কাজ শেষ। আমরা শিক্ষার্থীদের কাছ থেকেও পরামর্শের জন্য একবার ইমেইল করেছিলাম। আবারও ইমেইল করা হয়েছে। তাদের ফিডব্যাক থেকে এই মাসের শেষ দিকে রিপোর্ট চূড়ান্ত করা হবে।

নির্বাচন আয়োজনে গঠিত কমিটিগুলো বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক সংবাদকর্মী, শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠন থেকে শুরু বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক করে এসব রিপোর্ট তৈরি করছে। প্রতিটি কমিটি আট থেকে নয়টি সভায়ও করেছে।

উপ-উপাচার্য সায়মা হক বিদিশা বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমাদের আন্তরিকতার কোন ঘাটতি নেই। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিন মাস আগে আমরা যে তিনটি কমিটি গঠন করেছিলাম তাদের কাজ শেষ। এখন শিক্ষার্থীদের কাছ থেকে ফিডব্যাক পেলেই আমরা রোডম্যাপ ঘোষণা করবো।

এদিকে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠন ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এরই অংশ হিসেবে গতকালও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম মাত্রায় গড়িমসি করছে। আট মাস পেরিয়ে গেলেও এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেনি প্রশাসন।

গড়িমসির অভিযোগের প্রেক্ষিতে অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, শিক্ষার্থীদের দাবিকে আমরা শ্রদ্ধা করি। তাদের দাবি বাস্তবায়নে আমাদের আন্তরিকতার কোন ঘাটতি নেই। আমরা কোন ধরনের গড়িমসি করছি না। তাদের দাবি একটা আবেগের ব্যাপার যেটাকে আমরা সম্মান করি। একে প্রশাসনিক দায়িত্ব হিসেবে মনে করি।

তিনি বলেন, ডাকসু নির্বাচন কোন ছোট নির্বাচন নয়। এটা করতে কোন ছোটখাটো প্রস্তুতি দিয়েও সম্ভব না। সুতরাং এটা করার জন্য আমাদের প্রথম কাজ ছিল একাডেমিক কার্যক্রম শুরু করা সেটা আমরা করেছি এবং যা যা প্রস্তুতি দরকার সেগুলো আমরা করছি।

এর আগে গত মাসে এক সভায় বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষদের হল সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। উপাচার্যের নির্দেশের পর পরই হলগুলোতে কাজ শুরু করেছেন হল প্রাধ্যক্ষরা। মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের আজ থেকে হল ছাড়ার নির্দেশনা দিয়ে হলে হলে নোটিশও টাঙিয়ে দিয়েছে হলগুলোর প্রশাসন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে