ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা

২০২৫ এপ্রিল ০৬ ২৩:২২:৩৯
ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক: শুল্ক ইস্যুতে পদক্ষেপ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠানোর পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরেও একটি পৃথক চিঠি পাঠানো হবে।

এই চিঠি দুটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো হবে বলে জানান তিনি।

রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

শফিকুল আলম আরও বলেন, বৈঠকে চারজন উপদেষ্টা, একজন উচ্চপর্যায়ের প্রতিনিধি, একজন স্পেশাল অ্যাম্বাসেডর, দশজন সচিব এবং বড় ব্যবসায়ীদের মধ্যে চারজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তিনি উল্লেখ করেন, আমরা তাদের (যুক্তরাষ্ট্রের প্রতিনিধি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ঢাকায় তাদের দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি ইউএসটিআরের কর্মকর্তারাও আছেন।

আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি পাঠানো হবে। একটি চিঠি হবে আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, যা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে। আরেকটি চিঠি আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের পক্ষ থেকে ইউএসটিআরের কাছে পাঠানো হবে।

এই চিঠিতে কী থাকবে, এবং কী ধরনের ভাষা ব্যবহার করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের লক্ষ্য হলো, চিঠির মাধ্যমে বাংলাদেশের ব্যবসার স্বার্থ রক্ষা করা এবং আমাদের দেশের জন্য একটি সুবিধাজনক পরিবেশ তৈরি করা। আমরা নিশ্চিত করব যে, এই চিঠির মাধ্যমে বাংলাদেশের ব্যবসা আরও বেশি সুবিধাজনক হবে, যাতে মার্কিন বাজারে আমাদের প্রবেশ আরো বৃদ্ধি পায় এবং এটি একটি উইন-উইন সিচুয়েশন হয়।

এর আগে, শনিবার (৫ এপ্রিল) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, "আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা, তিনিই শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।"

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, বিভিন্ন দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে, যার ফলে বাংলাদেশি পণ্যে শুল্ক বৃদ্ধি পেয়ে ৩৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের শুল্ক হার ছিল ১৫ শতাংশ।

আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি পাঠানো হবে। একটি চিঠি হবে আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, যা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে। আরেকটি চিঠি আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের পক্ষ থেকে ইউএসটিআরের কাছে পাঠানো হবে।

এই চিঠিতে কী থাকবে এবং কী ধরনের ভাষা ব্যবহার করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের লক্ষ্য হলো চিঠির মাধ্যমে বাংলাদেশের ব্যবসার স্বার্থ রক্ষা করা এবং আমাদের দেশের জন্য একটি সুবিধাজনক পরিবেশ তৈরি করা। আমরা নিশ্চিত করব যে, এই চিঠির মাধ্যমে বাংলাদেশের ব্যবসা আরও বেশি সুবিধাজনক হবে, যাতে মার্কিন বাজারে আমাদের প্রবেশ আরো বৃদ্ধি পায় এবং এটি একটি উইন-উইন সিচুয়েশন হয়।

এর আগে, শনিবার (৫ এপ্রিল) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, "আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা, তিনিই শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।"

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, বিভিন্ন দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। এর ফলে বাংলাদেশি পণ্যে শুল্ক বৃদ্ধি পেয়ে ৩৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের শুল্ক হার ছিল ১৫ শতাংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে