ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

গাজায় হামলার প্রতিবাদ : এবার মেডিকেলেও ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

২০২৫ এপ্রিল ০৬ ২২:৩১:১৫
গাজায় হামলার প্রতিবাদ : এবার মেডিকেলেও ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

ডুয়া প্রতিবেদক: গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন।

একই ইস্যুতে প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। ‘The World Stops for Gaza’ আন্তর্জাতিক কর্মসূচির অংশ হিসেবে ৭ এপ্রিল এ কর্মসূচি পালন করা হবে।

শিক্ষার্থীদের দাবি, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও একই দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা এক বিবৃতিতে বলেন, গাজার ওপর ইসরায়েলের পৈশাচিক হামলা, শিশুসহ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যাকাণ্ড, চিকিৎসা না পাওয়া এবং স্বাস্থ্যকর্মীদের হত্যা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। অথচ মুসলিম বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

মানবতা ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে ৭ এপ্রিল কলেজের সব ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন বলেও বিবৃতিতে জানিয়েছেন তারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: মেডিকেল

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে