ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

আয়নাঘরে টাইম বোমা রেখে তদন্তকারীদের হত্যার চেষ্টা: চিফ প্রসিকিউটর

২০২৫ এপ্রিল ০৬ ২১:১৮:৫৮
আয়নাঘরে টাইম বোমা রেখে তদন্তকারীদের হত্যার চেষ্টা: চিফ প্রসিকিউটর

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আয়নাঘরে যারা তদন্ত করতে গিয়েছিলেন তাদের হত্যার উদ্দেশ্যে সেখানে টাইম বোমা রাখা হয়েছিল। তিনি আরও জানান, আয়নাঘরে তদন্তকালে তিনিও উপস্থিত ছিলেন।

রোববার (৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গুমের মামলা তদন্ত করছে এবং তদন্তকারীরা তিনটি আয়নাঘর খুঁজে পেয়ে সেখানে তদন্ত করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, “টিএফআই সেল” নামে পরিচিত একটি স্থানে ভূগর্ভস্থ সেল আবিষ্কার করা হয়েছে। সেখানে বিশেষভাবে নির্মিত দেয়াল ভাঙতে হয়েছিল, যা আগের সময়ের গোপন তথ্য আড়াল করতে ব্যবহৃত হয়েছিল। গার্বেজ দিয়ে সেটি ভরা ছিল এবং সেগুলি সরিয়ে খুঁজে বের করতে হয়েছে ক্রাইম সিনগুলো।

তাজুল ইসলাম আরও বলেন, “আপনারা জানেন এই তদন্ত চলাকালে আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম। আমরা যখন সঠিকভাবে বুঝতে পারিনি তখন সেখানে টাইমারসহ বোমা ফিট করা ছিল। এটি স্পষ্টভাবে বোঝা যায় যে, যারা তদন্ত করতে গিয়েছিল তাদের হত্যার উদ্দেশ্যে এই বোমা রাখা হয়েছিল।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে