ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না : ডাকসু নির্বাচন প্রসঙ্গে ঢাবি ভিসি

২০২৫ এপ্রিল ০৬ ১৯:৩৮:২৭
আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না : ডাকসু নির্বাচন প্রসঙ্গে ঢাবি ভিসি

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে তিনটা কমিটি স্বাধীনভাবে কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশানসন এই কমিটিতে কোনোভাবে নাক গলাচ্ছে না। এই কমিটির পরামর্শক্রমেই নির্বাচন ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, কারও চাপে পড়ে আমরা এটা করব না। আমি ভয় পাই। তবে আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না।

রোববার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

ড. নিয়াজ বলেন, ‘গঠিত তিন কমিটিরে মতামতের ভিত্তিতে নিবার্চন হবে। আমরা ডাকসু নির্বাচন করতে চাই, এটা নিয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা না। আমরা নির্বাচন করতে চাই। কারণ জুলাই স্পিরিটের প্রতি আমাদের কমিটিমেন্ট এটা।

তিনি আরও বলেন, ‘আমরা ছাত্রদের গণতান্ত্রিক অধিকারনির্ভর যে পদ্ধতি বিশ্ববিদ্যালয়ে আছে, সেটাকে চালু করতে চাই। সেটাকে আমরা রিভাইভ করতে চাই।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে