ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ভারতের ওয়াক্ফ বিল পুনর্বিবেচনার আহ্বান বিএনপির

২০২৫ এপ্রিল ০৬ ১৭:৪৫:০২
ভারতের ওয়াক্ফ বিল পুনর্বিবেচনার আহ্বান বিএনপির

ডুয়া ডেস্ক : ভারতের লোকসভায় পাশ হওয়া ওয়াক্ফ সংশোধন বিলটি দেশটির সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করবে বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (৬ এপ্রিল) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সকল ধর্মাবলম্বীর অধিকার রক্ষা করা দেশটির রাষ্ট্রীয় দায়িত্ব। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইনটি পুনর্বিবেচনা করা উচিত বলেও জানান তিনি।

এসময় ওয়াক্ফ-কে ইসলামী দানের প্রাচীন ব্যবস্থা উল্লেখ করে বলেন, এ সম্পত্তি বিক্রি করা বা কারও নামে হস্তান্তর করা যায় না। তাই ওয়াক্ফ বোর্ড পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত বলে মনে করেন বিএনপি’র এ নেতা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে