ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ট্রাম্পের শুল্কনীতি থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের শেয়ারবাজার

২০২৫ এপ্রিল ০৬ ১৫:২২:৩৪
ট্রাম্পের শুল্কনীতি থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের শেয়ারবাজার

ডুয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের ফলে দেশে দেশে শেয়ারবাজারে বড় আকারে ধস দেখা গেছে। খোদ মার্কিন মুলুকের শেয়ারবাজার বড় আকারে বিপর্যের মুখে পড়েছে। ট্রাম্প বাধ্য হয়ে মার্কিনী বিনিয়োগকারীদের শক্ত থাকতে বলেছেন।

এমন আতঙ্কের মধ্যে ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিন ছুটিশেষে আজ রোববার বাংলাদেশের শেয়ারবাজার খুলেছে। আগের দিন (শনিবার) বাংলাদেশের শেয়ারবাজারের কয়েকটি গ্রুপে কিছু বিনিয়োগকারী বাংলাদেশের শেয়ারবাজারে বড় বিপর্যয়ের আশঙ্কা ফলাও করে প্রচার করেছে। অনেকের ভাষায়, আজ বস্ত্র খাতের শেয়ারের ঝড় দেখা যাবে। বেশিরভাগ কোম্পানির ক্রেতাও পাওয়া যাবে না।

কিন্তু আজ বাংলাদেশের শেয়ারবাজারে এমন আশঙ্কার ছিটেফোটাও দেখা যায়নি। বরং এদিন লেনদেনের শুরুতে উভয় বাজার ইতিবাচক প্রবণতায় ছিল। তবে স্বার্থানেষী কিছু কিছু বিনিয়োগকারীদের উপর্যুপরি সেল প্রেসারে কিছুক্ষণের মধ্যে বাজার নেতিবাচক অবস্থায় চলে যায়। লেনদেনের ২০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৪৬ পয়েন্ট কমে যায়।

তারপর ধীরে ধীরে বিপর্যয় সামলাতে থাকে বাজার। এক পর্যায়ে ডিএসইর দুই সূচক ইতিবাচক প্রবণতায় ফেরে এবং প্রধান সূচকও আগের দিনের কাছাকাছি চলে আসে। লেনদেনের শেষ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক নেতিবচাক থাকলেও ডিএসই-৩০ সূচক বেশ ইতিবাচক থাকে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচকই আজ ইতিবাচক প্রবণতায় ছিল।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন ছিল অনেক ইতিবাচক। ডিএসইর লেনদেন আজ ১০০ কোটি টাকার বেশি বেড়েছে এবং সিএসইর লেনদেনও এক-তৃতীয়াংশের বেশি বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ফার্মা খাতের বেক্সিমকো ফার্মা, এসিআই, নাভানা ফার্মা, একমি ল্যাবরেটরিজ, বিকন ফার্মাসহ পুরো ফার্মা খাতই শেয়ারবাজারকে তুলতে এগিয়ে আসে। এছাড়া, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, ইস্টার্ন ব্যাংক, ইউসিবি ব্যাংকের মতো কয়েকটি বড় মূলধনী কোম্পানিও ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হয়। যার ফলে বাজার ঘুরে দাঁড়ানোর অবস্থায় ফিরে আসে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের বাজারে ট্রাম্পের শুল্কনীতির নেতিবাচক প্রভাব আর দেখা যাবে না। আগের মতো উত্থান-পতনের নিজস্ব গতিতে বাজার পরিচালিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার

আজ ডিএসইর প্রধান সূচক ১৩.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ০.২৮ পয়েন্ট কমে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৪১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকার। লেনদেন কমেছে ৩১৫ কোটি ৯ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১০০ কোটি ৪১ লাখ টাকা।

এদিন লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০১টির, কমেছে ২৬২টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।

চিটাগাং স্টক এক্সচেঞ্জের বাজার

সিএসইতে আজ ১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়া।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯টির, কমেছে ৮৪টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪১ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ১৬.৬৭ পয়েন্ট।এদিন সিএসইর অন্যান্য সব সূচকও ছিল ইতিবাচক।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে