ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

এসএসসি পরীক্ষার আগেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

২০২৫ এপ্রিল ০৬ ১৪:১৪:২৬
এসএসসি পরীক্ষার আগেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ডুয়া ডেস্ক : ৪০ দিনের দীর্ঘ ছুটি শেষে আগামী বুধবার (০৯ এপ্রিল) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দিবস ঘিরেই ছিল এই ছুটির পরিসর।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হয় ২৭ ফেব্রুয়ারি। সেদিনই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয় ছুটির নোটিশ। এখন নতুন করে শিক্ষার্থীদের ফেরাতে শ্রেণিকক্ষগুলো ঝেড়ে-মুছে প্রস্তুত করা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, বুধবার থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। যেসব শিক্ষার্থী এখনও নতুন বই হাতে পায়নি, তাদের হাতে বই তুলে দেওয়া হবে স্কুল খোলার প্রথম দিনগুলোতেই।

এদিকে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলোর জন্য বিশেষ নির্দেশনা দেবে মাউশি।

স্কুল কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যেন শিক্ষার্থীদের ফিরে আসা নির্বিঘ্ন হয় এবং ক্লাস কার্যক্রমে দ্রুত গতি আসে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে