ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

জাপান–বিশ্বব্যাংক স্কলারশিপ, বিশ্বের ২৪ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ

২০২৫ এপ্রিল ০৬ ১৩:৫২:০১
জাপান–বিশ্বব্যাংক স্কলারশিপ, বিশ্বের ২৪ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ

ডুয়া ডেস্ক: বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’ নামে একটি বৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। জাপান সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত এই বৃত্তি পেলে শিক্ষার্থীরা বিশ্বের ২৪টি নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে তাদের স্নাতকোত্তর শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।

এই বৃত্তির জন্য প্রতি বছর দুটি ভিন্ন সময়ে আবেদন করা যায়। প্রথম অ্যাপ্লিকেশন উইন্ডোর আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্বিতীয় অ্যাপ্লিকেশন উইন্ডোতে আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ২৫ মার্চ থেকে। ২০২৫ সালের জুনের দিকে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

যে ২৪টি বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তির অধীনে পড়ার সুযোগ রয়েছে, সেগুলো হলো: অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রান্ডিজ ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি (স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স), ইরাসমাস ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, আইএইচই ডেলফ্ট ইন্সটিউট ফর ওয়াটার এডুকেশন, জন্স হপকিন্স ইউনিভার্সিটি, কিও ইউনিভার্সিটি, কেআইটি–রয়েল ট্রপিক্যাল ইন্সটিটিউট, লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সেস, ন্যাশনাল গ্র্যাজুয়েট ইন্সটিউট ফর পলিসি স্ট্যাডিজ, সাইতামা ইউনিভার্সিটি, এসওএএস–ইউনিভার্সিটি অব লন্ডন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া–বার্কলে, ইউনিভার্সিটি ক্লেরমন্ট, ইউনিভার্সিটি ফেলিক্স, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব টুকুবা, উইলিয়াম কলেজ—সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকোনোমিকস, ইয়েল ইউনিভার্সিটি–স্কুল অব ম্যানেজমেন্ট এবং ইয়াকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত অন্যান্য উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এই বৃত্তি যেসব সুবিধা প্রদান করে:

- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

- বিমান ভ্রমণের খরচ বহন

- চিকিৎসা বীমার সুবিধা প্রদান

- মাসিক উপবৃত্তি (যা আবাসন, খাবার ও বই কেনার খরচ মেটাতে সহায়ক)

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

- বিশ্বব্যাংকের সদস্যভুক্ত কোনো উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে।

- কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা চলবে না।

- সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

- আবেদনের শেষ তারিখের কমপক্ষে তিন বছর আগে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।

- স্নাতক ডিগ্রি অর্জনের পর ন্যূনতম তিন বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

- কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি যুক্ত থাকতে হবে।

- সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় সকল শর্ত পূরণ করতে হবে।

যেসব খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে:- ভিসা আবেদন ফি

- পরিবারের সদস্যদের ভরণপোষণের খরচ

- অতিরিক্ত একাডেমিক কোর্স বা প্রশিক্ষণের ব্যয়

- শিক্ষা কার্যক্রম চলাকালীন অতিরিক্ত ভ্রমণ খরচ

- গবেষণা সংক্রান্ত ব্যয়, যেমন সম্পূরক শিক্ষা উপকরণ, ফিল্ড ট্রিপ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ অথবা ইন্টার্নশিপ এবং শিক্ষাগত সরঞ্জাম, যেমন কম্পিউটার

আবাসিক পারমিট ফি

আবেদনের শেষ তারিখ:আগামী ২৩ মে, ২০২৫

আবেদনের নিয়ম:আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানার জন্য এই লিংকে ক্লিক করুন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে