ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

শান্তি প্রতিষ্ঠার জন্য যু'দ্ধের কোনো আবশ্যকতা নেই: প্রধান উপদেষ্টা

২০২৫ এপ্রিল ০৬ ১২:৪৫:৪৪
শান্তি প্রতিষ্ঠার জন্য যু'দ্ধের কোনো আবশ্যকতা নেই: প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক: চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে (বিআরআই) বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তরের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা মনে করেন, এর ফলে বাংলাদেশসহ এই অঞ্চলের স্থলবেষ্টিত দেশগুলো উপকৃত হবে।

চীনের গণমাধ্যম সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) চার মিনিটের ওই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

সাক্ষাৎকারে ড. ইউনূস চীনের সাথে বিদ্যমান সম্পর্ককে আরও উন্নত স্তরে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও, তিনি বাংলাদেশে একটি চীনা সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন, যার মাধ্যমে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান সম্ভব হবে বলে তিনি মনে করেন।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে থাকা বাংলাদেশের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, শান্তিই একমাত্র সমাধান এবং যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের কোনো আবশ্যকতা নেই।

চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় ও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন ড. ইউনূস।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ ও চীনের মধ্যেকার ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের অর্জনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, চীন তার জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে বাংলাদেশের রূপান্তরে সহযোগিতা করে যাবে।

উল্লেখ্য, ড. ইউনূস গত ২৬ থেকে ২৯ মার্চ চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (BFA) ২০২৫-এর বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। এরপর তিনি বেইজিং সফর করেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই শহরে তার প্রথম সফর।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে