ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

আইন উপদেষ্টা

মোদি সরকার আরও একটি মু'সলিমবিরোধী পদক্ষেপ নিয়েছে

২০২৫ এপ্রিল ০৬ ১১:২৮:১৩
মোদি সরকার আরও একটি মু'সলিমবিরোধী পদক্ষেপ নিয়েছে

ডুয়া নিউজ: ভারতে মোদী সরকার মুসলমানদের বিরুদ্ধে আরেকটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ রবিবার (০৬ এপ্রিল) নিজের ফেসবুক পাতায় এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‘ভারতে মোদী সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘ওয়াক্‌ফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও অন্তর্ভুক্তির বিধান করেছে এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ তৈরি করেছে। আশঙ্কা করা হচ্ছে, এই আইন ব্যবহার করে পুরোনো মসজিদসহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।’’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীদের কোনো স্থান নেই। তাই প্রশ্ন উঠেছে, ওয়াক্‌ফ বোর্ডে কেন অমুসলিমদের রাখা হবে?’

আসিফ নজরুলের মতে, ‘এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমবর্ধমান বৈষম্য ও নিপীড়নের আরেকটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।’

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা অভিযোগ একটানা করে যাচ্ছে।’

ওয়াক্‌ফ হলো ইসলামে দান করার একটি পুরনো প্রথা। এর মাধ্যমে কোনো ব্যক্তি সাধারণত জমি বা অন্য কোনো স্থায়ী সম্পত্তি ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজের জন্য স্থায়ীভাবে দান করেন। এই ধরনের ওয়াক্‌ফ সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যায় না।

ভারতে ওয়াক্‌ফ বোর্ডগুলোর অধীনে প্রায় ৮ লক্ষ ৭২ হাজারটি সম্পত্তি রয়েছে, যেগুলোর মোট আয়তন প্রায় ১০ লক্ষ একর। ধারণা করা হয়, এগুলোর মোট মূল্য প্রায় ১৪ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার। এই সম্পত্তিগুলোর মধ্যে অনেকগুলোর ইতিহাস শতবর্ষের পুরোনো এবং অধিকাংশই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনহিতকর কাজে ব্যবহৃত হয়।

সম্প্রতি ভারতের পার্লামেন্টে মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন সংশোধনের বিতর্কিত বিল পাস হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী সরকারের উত্থাপিত এই বিলের বিরোধিতা করেছে মুসলিম সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলো।

সমালোচকদের বক্তব্য, এই বিল মুসলিম সংখ্যালঘুদের অধিকারে আঘাত হানবে এবং এর সুযোগ নিয়ে পুরোনো মসজিদসহ বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে