ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

রাশিয়া গেলেন সেনাপ্রধান

২০২৫ এপ্রিল ০৬ ১০:৪৮:৫০
রাশিয়া গেলেন সেনাপ্রধান

ডুয়া নিউজ: সরকারি সফরে রাশিয়া গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ রবিবার (০৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সরকারি সফরে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন। এই সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন।

এছাড়াও, সেনাপ্রধান বেশ কিছু সামরিক স্থাপনা এবং অস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে তিনি আগামী ১২ এপ্রিল বাংলাদেশে ফিরে আসবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে