ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

তারেক রহমানের দেশে না ফেরা প্রশ্নে যা বললেন শামসুজ্জামান দুদু

২০২৫ এপ্রিল ০৫ ২১:৫০:৩১
তারেক রহমানের দেশে না ফেরা প্রশ্নে যা বললেন শামসুজ্জামান দুদু

ডুয়া নিউজ: গত ১৮ ফেব্রুয়ারি ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় টকশোতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অনুষ্ঠানে সমন্বয়কদের রাজনৈতিক উদ্যোগ, অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা, বিএনপির কর্মকাণ্ড, আওয়ামী লীগের পরিণতি এমন নানা বিষয় নিয়ে কথা বলেন আলোচকরা।

সেখানে শামসুজ্জামান দুদুকে প্রশ্ন করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে ফিরছেন না? উত্তরে তিনি বলেন, 'বিএনপির এই মুহূর্তে তারেক রহমান সর্বোচ্চ নেতা। তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে। সব সিদ্ধান্ত সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নাও নিতে পারেন, তিনি সেটিও হতে পারে। দেশের পরিস্থিতি সবকিছু তিনি (তারেক রহমান) পর্যবেক্ষণ করছেন। ইতোমধ্যে তিনি দেশের সর্বক্ষেত্রে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।'

এখন হয়তো প্রশ্ন জাগতে পারে, এত কিছুর পরেও কেন তিনি (তারেক রহমান) দেশে ফিরছেন না? 'একটু অপেক্ষা করি না। কিছু সিদ্ধান্ত তার (তারেক রহমান) ওপর ছেড়ে দেই। আমি মনে করি অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান।'

জুলাই আন্দোলনের সমন্বয়ক ছিলেন যারা, তাদের উদ্যোগে রাজনৈতিক দল গঠিত হয়েছে। বিদেশি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টিতে সমর্থন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিরপেক্ষ একটি সরকারের প্রধান হয়েও কেন তিনি শিক্ষার্থীদের দল গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন- এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান।

শামসুজ্জামান দুদু বলেন, "এর আগে শিক্ষার্থীদের কাছ থেকে সবাই আন্দোলন চেয়েছে, বিপ্লব চেয়েছে, মুক্তিযুদ্ধ চেয়েছে। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে কেউ দল চায়নি।"

তিনি বলেন, ড. ইউনূসের আগে এভাবে কেউ শিক্ষার্থীদের কাছে কেউ দল চায়নি। তাই বিষয়টি নিয়ে ‘বিতর্ক’ তৈরি হয়েছে, বলছেন বিএনপির এই নেতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ, নতুন সংবিধান প্রণয়ন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো দাবি উত্থাপন করা হয়েছে। তবে বিএনপি এতে সম্মত না হওয়ায় অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলো নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ফলস্বরূপ, বিশ্লেষকদের মতে, বিএনপির সাম্প্রতিক কিছু পদক্ষেপ আওয়ামী লীগের জন্য সুবিধাজনক হয়েছে।

তবে এই বিষয়টি মানতে নারাজ বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, পূর্বে যা কিছু ঘটে থাকুক না কেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। বিপরীতে, বিএনপির অবস্থান ছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সর্বদা নিবেদিত ছিল। দুদু মনে করেন, ফ্যাসিবাদ ও গণতন্ত্রের মধ্যে যে মৌলিক পার্থক্য বিদ্যমান, ঠিক তেমনই পার্থক্য এই দুটি দলের মধ্যেও সুস্পষ্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে