ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

আমরা আরও সহায়তা দিতে প্রস্তুত: মিয়ানমারে জান্তা প্রধানকে ড. ইউনূস

২০২৫ এপ্রিল ০৫ ১৮:২৯:৫৮
আমরা আরও সহায়তা দিতে প্রস্তুত: মিয়ানমারে জান্তা প্রধানকে ড. ইউনূস

ডুয়া নিউজ: সম্প্রতি মিয়ানমারে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে দুই দফা মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের জনগণকে আরও মানবিক সহায়তা দিতে সদা তৈরি আছি এবং আমাদের জাহাজ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

গতকাল শুক্রবার (০৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিয়ানমার প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ও স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং কে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, 'সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস ২৮ মার্চ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন। '

তাঁরা বাংলাদেশ কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেন, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল দুর্যোগের পর বাংলাদেশি উদ্ধারকারী দল মিয়ানমারে পাঠানো।

প্রধান উপদেষ্টা বলেন, "আমরা আরও মানবিক সহায়তা দিতে সদা তৈরি। আমাদের জাহাজ প্রস্তুত রয়েছে।"

মিয়ানমারের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের নেতৃত্বে এই আঞ্চলিক সংগঠন নতুন গতিশীলতা অর্জন করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে