ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

যেভাবে আঘাত পায়ে পেলেন নাহিদ ইসলাম 

২০২৫ এপ্রিল ০৫ ১৭:৫১:২৮
যেভাবে আঘাত পায়ে পেলেন নাহিদ ইসলাম 

ডুয়া ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সিলেটে বেড়াতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।

জানা গেছে, ঈদের ছুটিতে পরিবারসহ সিলেট ও মৌলভীবাজার সফরে যান নাহিদ ইসলাম। গত ৩ এপ্রিল সিলেটে ঘুরতে গিয়ে হঠাৎ পায়ে মোচড় লাগে। তবে তাৎক্ষণিকভাবে তিনি তেমন কিছু অনুভব করেননি। ঈদের ছুটির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে না পারলেও বিশেষ ব্যবস্থায় অর্থোপেডিক চিকিৎসক ডা. জোবায়ের আহমদের কাছে গিয়ে তিনি বেন্ডেজ করান।

পরবর্তীতে শুক্রবার তিনি শ্রীমঙ্গলে পৌঁছালে পায়ে আবারও ব্যথা অনুভব করেন এবং পা ফুলে যায়। দ্রুত তাকে শ্রীমঙ্গলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় তার পায়ে চোটের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি শ্রীমঙ্গলে অবস্থান করছেন।

এ প্রসঙ্গে প্রীতম দাশ জানান, “নাহিদ ইসলাম বর্তমানে সুস্থ আছেন। তার পায়ের আঘাত গুরুতর নয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে রয়েছেন।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে