ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কতটা ভয়াবহ নতুন ভাইরাস ‘ডিঙ্গা ডিঙ্গা’? প্রকাশ পেল লক্ষণ

২০২৪ ডিসেম্বর ২২ ১৬:০৮:৪৩
কতটা ভয়াবহ নতুন ভাইরাস ‘ডিঙ্গা ডিঙ্গা’? প্রকাশ পেল লক্ষণ

ডুয়া নিউজ : উগান্ডার বুন্দিবুগিও জেলায় ‘ডিঙ্গা ডিঙ্গা’ নামের নতুন এক ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। স্থানীয় ভাষায় যার অর্থ ‘নাচের মতো শরীর নড়াচড়া করা’।

উগান্ডার চিকিৎসকরা জানিয়েছেন, ২০২৩ সালে প্রথমবার ‘ডিঙ্গা ডিঙ্গা’ রোগের কথা জানা যায়। যারা এই রোগে আক্রান্ত হচ্ছেন তাদের লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে, জ্বর, মাথা যন্ত্রণা, সর্দি-কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া, সারা শরীরে ব্যথার মতো লক্ষণ।

এছাড়া ইনফ্লুয়েঞ্জা, করোনাভাইরাস, ম্যালেরিয়া, হাম হলে যেরকম শ্বাসকষ্ট হয়, ডিঙ্গা ডিঙ্গা রোগেও সেই লক্ষণ প্রকাশ পাচ্ছে। তাদের প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে। তবে ডিঙ্গা ডিঙ্গা রোগ ঠিক কী কারণে হচ্ছে, সেটা এখনও ধরতে পারেননি বিজ্ঞানীরা।

ভারতীয় বার্তা সংস্থা আইএনএস জানায়, এরই মধ্যে প্রায় ৩০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশিরভাগই নারী ও শিশু। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর আসে এবং দেহ কাঁপতে কাঁপতে নাচের মতো অবস্থা হয়।

প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত খুব দুর্বল হয়ে যায়। এমনকি অবস্থা ভয়াবহ হলে দেহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। এ নিয়ে তদন্ত শুরু করেছে উগান্ডার স্বাস্থ্য বিভাগ। তবে এখন পর্যন্ত এই ভাইরাসে কেউ মারা যায়নি। এমনকি এটি ছোঁয়াচে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ফ্রান্সে ১৫১৮ সালে প্রায় একইরকম সংক্রমণ দেখা যায়। এই ডিঙ্গা ডিঙ্গার মতোই লক্ষণ ছিল ওই রোগের।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে