ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ভারতের সঙ্গে ‘সর্বোত্তম সম্পর্ক’ চান প্রধান উপদেষ্টা

হাসিনাকে প্রত্যর্পণের ইঙ্গিত মোদির!

২০২৫ এপ্রিল ০৫ ১৭:১১:২৬
হাসিনাকে প্রত্যর্পণের ইঙ্গিত মোদির!

ডুয়া ডেস্ক : বিমসটেক সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বৈঠকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের দাবি জানান তিনি।

বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি তোলেন অধ্যাপক ইউনূস। এ সময় মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলেই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষায়, মোদির মনোভাব দেখে তারা আশাবাদী হয়েছেন, যে ভারত এক সময় শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সেখানে তিনি লেখেন, "দ্বিপাক্ষিক আলোচনায় নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেন। তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা সত্ত্বেও আমরা দেখেছি, তিনি আপনার সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন, অথচ আমরা সবসময় আপনাকে সম্মান দিয়েছি।"

শফিকুল আলম আরও জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ইউনূস সরাসরি কথা বললে মোদি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি। বরং এতে আশার আলো দেখছেন তারা। তার ভাষায়, “আমরা বিশ্বাস করি, একদিন শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার আমরা প্রত্যক্ষ করব।”

বৈঠকে ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও কথা বলেন মোদি। তিনি স্পষ্ট করে বলেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে—কোনো একক রাজনৈতিক দল বা নেতার সঙ্গে নয়।

এদিকে, সাম্প্রতিক সময়গুলোতে একাধিকবার অধ্যাপক ইউনূস বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়া।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে