ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ক্রিয়েটরদের আয়ে বড় ধাক্কা, ফেসবুকের নীতিতে বদল

২০২৫ এপ্রিল ০৫ ১৬:০৯:৫০
ক্রিয়েটরদের আয়ে বড় ধাক্কা, ফেসবুকের নীতিতে বদল

ডুয়া ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ফেসবুক। ২০২৫ সালের ৩১ আগস্ট থেকে প্রতিষ্ঠানটি ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস এবং পারফরম্যান্স বোনাস সিস্টেম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই প্ল্যাটফর্মে ভিডিও বা রিলসের মাধ্যমে আলাদাভাবে আয়ের সুযোগ হারাবেন কনটেন্ট নির্মাতারা।

সম্প্রতি মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং নির্মাতাদের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই আয়ের পথ তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা কনটেন্ট মনিটাইজেশনের জন্য নতুন প্রযুক্তি ও পদ্ধতির ওপর জোর দিচ্ছে।

তবে পুরোপুরি হতাশ হওয়ার কিছু নেই। ফেসবুকের কিছু মনিটাইজেশন টুলস এখনও চালু থাকবে। এর মধ্যে রয়েছে সাবস্ক্রিপশন ফিচার, ফ্যান সাপোর্ট, ফ্যান ব্যাজ, পেইড ইভেন্ট এবং ব্র্যান্ডেড কনটেন্ট—যেগুলোর মাধ্যমে নির্মাতারা তাদের আয় চালিয়ে যেতে পারবেন।

নতুন এই সিদ্ধান্ত নিয়ে কনটেন্ট নির্মাতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, ইনস্ট্রিম অ্যাডস ও পারফরম্যান্স বোনাস ছিল বিশেষ করে ছোট ও মাঝারি পর্যায়ের নির্মাতাদের আয়ের অন্যতম প্রধান উৎস। এই সুবিধাগুলো বন্ধ হয়ে গেলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

মেটা জানিয়েছে, এই পরিবর্তন কার্যকর হবে ২০২৫ সালের ৩১ আগস্ট থেকে। ফলে নির্মাতাদের এখন থেকেই বিকল্প আয় কৌশল তৈরিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে