ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান জানা গেল

২০২৫ এপ্রিল ০৫ ১২:২৮:৪১
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান জানা গেল

ডুয়া ডেস্ক: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থানে রয়েছে আয়ারল্যান্ড এবং স্কোর ১০৯। এই পাসপোর্টধারীরা এখন ১৭৬টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড ও গ্রীস, উভয়ের স্কোর ১০৮ দশমিক ৫। পর্তুগাল এবং মাল্টা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে, তাদের স্কোর ১০৮ এবং ১০৭ দশমিক ৫।

বাংলাদেশ ১৮১তম স্থানে রয়েছে, স্কোর ৩৮। বাংলাদেশের পাসপোর্টধারীরা ৫০টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারবেন। নেপাল (৩৯.৫ স্কোর) বাংলাদেশর ঠিক আগে এবং মিয়ানমার (৩৭.৫ স্কোর) বাংলাদেশের পরবর্তী অবস্থানে রয়েছে।

এছাড়া ভারতের অবস্থান ১৪৮ তম (৪৭.৫ স্কোর) এবং পাকিস্তান ১৯৫ তম স্থানে (৩২ স্কোর)। আফগানিস্তান সর্বশেষ, অর্থাৎ ১৯৯তম স্থানে রয়েছে, তাদের স্কোর ২০।

এদিকে ২০২৩ সালের মার্চে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের খেতাব অর্জন করেছিল। তবে এবার তাদের অবস্থান ১০ম স্থানে, স্কোর ১০৬ দশমিক ৫।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে