ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

এবার মার্কিন সব পণ্যে ৩৪ শতাংশ শুল্কারোপ করলো চীন

২০২৫ এপ্রিল ০৫ ১০:২৭:২৯
এবার মার্কিন সব পণ্যে ৩৪ শতাংশ শুল্কারোপ করলো চীন

ডুয়া ডেস্ক: চীন ঘোষণা করেছে ১০ এপ্রিল থেকে তারা সমস্ত মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন শুল্কের হার মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪ শতাংশ শুল্কের সমান। এ সপ্তাহে ট্রাম্প চীন থেকে আমদানির ওপর একই পরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন।

চীন আরও জানায়, তারা কিছু বিরল ধাতুর রপ্তানি নিয়ন্ত্রণও বাড়াবে। এসব ধাতু কম্পিউটার চিপ এবং বৈদ্যুতিক যানবাহন ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়।

এছাড়া চীন ২৭টি মার্কিন কোম্পানিকে তাদের বাণিজ্য নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণের তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে এবং শুল্ক বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে