ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

শেয়ারবাজারে মন্দা অব্যাহত

শীর্ষ সাত কোম্পানির মূলধন নেই প্রায় ৭ হাজার কোটি টাকা

২০২৫ এপ্রিল ০৫ ০৯:৪৯:১৮
শীর্ষ সাত কোম্পানির মূলধন নেই প্রায় ৭ হাজার কোটি টাকা

ডুয়া নিউজ: গত তিন বছরের বেশি সময় যাবত দেশের শেয়ারবাজারে মন্দাভাব অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসেও পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। বিশেষ করে শেয়ারবাজারের বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের দামও অব্যাহতভাবে কমে যাচ্ছে। এর ফলে চলতি বছরের প্রথম তিন মাসে শীর্ষ ৭টি কোম্পানির বাজার মূলধন ৬ হাজার ৮৩৪ কোটি টাকা কমেছে।

২০২৫ সালের প্রথম তিন মাসে বাজার মূলধন অনুযায়ী শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টির মূলধন কমেছে, বিপরীতে ২টির বেড়েছে। এসব কোম্পানির শেয়ারবাজারের উত্থান-পতনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

চলতি বছরের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি ২ হাজার ৩৮৭ কোটি টাকার বাজার মূলধন কমেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি)। বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৮৫০ কোটি টাকা, যা ২৭ মার্চে কমে ১৭ হাজার ৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ওষুধ খাতের কোম্পানি রেনাটার বাজার মূলধন ১ হাজার ৫৪৪ কোটি টাকা কমেছে। বছরের শুরুতে রেনাটার বাজার মূলধন ছিল ৭ হাজার ২৮৪ কোটি টাকা, যা সর্বশেষ ২৭ মার্চে ৫ হাজার ৭৪০ কোটি টাকায় দাঁড়িয়েছে। রবি আজিয়াটার বাজার মূলধন কমেছে ১ হাজার ১৫২ কোটি টাকা এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন ৭৫১ কোটি টাকা কমেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে