ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ভোমরা স্থলবন্দর হয়ে আট মাসে ২৪৬৫ কোটি টাকার পণ্য রপ্তানি

২০২৫ এপ্রিল ০৪ ১৯:০৩:৫৭
ভোমরা স্থলবন্দর হয়ে আট মাসে ২৪৬৫ কোটি টাকার পণ্য রপ্তানি

ডুয়া ডেস্ক : ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি) বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির পরিমাণ প্রায় ২৪৬৫ কোটি টাকা হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৩১ কোটি ২২ লাখ টাকা বেশি। শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, এই সময়ে মোট ২ লাখ ১৩ হাজার ৬৯৮ টন পণ্য ভারতে রপ্তানি করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৩৩ হাজার ৫৪০ টন বেশি।

এ সময়ের মধ্যে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে গার্মেন্টস বর্জ্য, তাঁতের শাড়ি, রাইস ব্রান অয়েল, মধু, ক্লিনিক ক্লথ, পাটের সুতা, পাটের চট, নারিকেল শলা, প্রাণের জুস, লিচু ড্রিংকস, চানাচুর ও চিপস।

মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে রপ্তানি আয় বেড়েছে। মেসার্স রাজ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী জাকির হোসেন মন্টু জানান, তার প্রতিষ্ঠানের রপ্তানি গত বছর থেকে অন্তত ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, ভোমরা স্থলবন্দর সম্ভাবনাময় কারণ এটি কলকাতার কাছাকাছি অবস্থিত এবং যোগাযোগ ব্যবস্থাও ভাল। ফলে ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন।

তবে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, রপ্তানি বেড়েছে কিন্তু আমদানি কমেছে। বন্দরে সবধরনের পণ্য আমদানির অনুমতি থাকলেও বাস্তবে তা সম্ভব হচ্ছে না, যা ব্যবসায়ীদের জন্য একটি বড় সমস্যা।

ভোমরা শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মো. আবুল কালাম বলেন, ব্যবসায়ীদের সবধরনের সেবা দেওয়া হচ্ছে এবং অসাধু উপায়ে পণ্য প্রবেশে কড়া নজর রাখা হচ্ছে।

রপ্তানি বৃদ্ধির পরেও আমদানি বাড়ানোর জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তার দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে