ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

আবারও রাফাহ দখলে নিল ইসরায়েল; ঘরছাড়া লাখ লাখ ফিলিস্তিনি

২০২৫ এপ্রিল ০৪ ১৭:১৮:১৪
আবারও রাফাহ দখলে নিল ইসরায়েল; ঘরছাড়া লাখ লাখ ফিলিস্তিনি

ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত গাজায় ইসরায়েলের সেনাবাহিনীর অভিযানের ফলে নতুন করে গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ বাসিন্দা। ফিলিস্তিনের রাফাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করে শহরটির দখল নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

গাজার দক্ষিণ প্রান্তে মিশর সীমান্তের যুদ্ধবিধ্বস্ত শহর রাফায় যুদ্ধবিরতির পর গত মাসেই কেবল ফিরতে পেরেছিলেন বাসিন্দারা। তবে দুই মাসের মধ্যেই ইসরায়েলের বাহিনী আবার অভিযান শুরু করায় আবারও রাফা ছাড়তে বাধ্য হচ্ছেন বাসিন্দারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, "রাফায় ইসরায়েলি অভিযানে সবশেষ ২৪ ঘণ্টায় অন্তত ৯৭ জন মারা গেছেন। রাফা থেকে খান ইউনিস-এ আশ্রয় নেয়া একজন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রাফায় শেষ হয়ে গেছে। সেখানে কিছুই আর অবশিষ্ট নেই।"

তিনি আরও বলেন, "অবশিষ্ট যেসব ঘরবাড়ি রয়েছিল, সেগুলোও তারা এখন গুড়িয়ে দিচ্ছে। খান ইউনিসেও এক হামলায় কয়েকজন মারা যাওয়ার পর আদেল আবু ফাখের তার তাঁবুতে ক্ষয়ক্ষতির হিসাব করছিলেন।"

আক্ষেপ করে তিনি বলেন, "এখানে কোন কিছু কি অবশিষ্ট আছে? আমাদের জন্য কিছুই নেই। ঘুমিয়ে থাকা অবস্থাতেই আমাদের মেরে ফেলা হচ্ছে।"

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর গাজার বাসিন্দারা ঘরে ফিরতে শুরু করেছিলেন। তবে নতুন করে ইসরায়েলের অভিযানের ফলে তারা স্থায়ীভাবে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় রয়েছেন। মার্চের শুরুতে যুদ্ধবিরতির প্রথম সময়সীমা শেষ হয়ে গেলেও তা সম্প্রসারণের জন্য কোনো চুক্তি হয়নি। এর মধ্যে, ইসরায়েল গাজার ২৩ লাখ বাসিন্দার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ত্রাণ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। ফলে, যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি সাময়িক উন্নতি হলেও, বর্তমানে গাজায় মানবিক বিপর্যয় আবারও প্রকট হয়ে উঠেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে