ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ড. ইউনূসের বক্তব্যের পর চিকেন’স নেকে সেনা মোতায়েন করল ভারত

২০২৫ এপ্রিল ০৪ ১৫:৩৪:১৬
ড. ইউনূসের বক্তব্যের পর চিকেন’স নেকে সেনা মোতায়েন করল ভারত

ডুয়া ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের পর চিকেন'স নেকে ভারী অস্ত্রশস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর (সেভেন সিস্টারস) সরাসরি যোগাযোগের একমাত্র স্থলপথটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি যা চিকেন’স নেক হিসেবে পরিচিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সাম্প্রতিক চীন সফরে গিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্সকে ল্যান্ডলকড উল্লেখ করে বলেছিলেন, তাদের সমুদ্রের ব্যবহারের ক্ষেত্রেই বাংলাদেশই একমাত্র অভিভাবক। তার এই বক্তব্য ভারতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আর এর পরপরই চিকেন’স নেক অঞ্চলে ব্যাপক ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে চিহ্নিত করেছে। সেনাবাহিনী জানিয়েছে, উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলা করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত।

সম্প্রতি ভারতীয় সেনাপ্রধানের এক বিবৃতি ‘চিকেন’স নেক’-এর নিরাপত্তা নিয়ে ভারতের অবস্থানকে আরও স্পষ্ট করেছে। ওই বিবৃতিতে বলা হয়, ‘চিকেন’স নেক’ কোনো দুর্বল স্থান নয়, বরং এটি ভারতের অন্যতম শক্তিশালী সামরিক অঞ্চল, যেখানে পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্বাঞ্চলে সৈন্যদের যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় দ্রুত মোতায়েন করা সম্ভব।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে