ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

২০২৫ এপ্রিল ০৪ ১৪:২৪:৪৮
মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

ডুয়া নিউজ : অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক বৈঠকে করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার (০৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম।

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শফিকুল আলম।

তিনি বলেন, "প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আমাদের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল, সেগুলো নিয়ে কথা হয়েছে। আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল প্রধান উপদেষ্টা সবগুলো বিষয়ে বলেছেন।"

প্রেস সচিব আরও বলেন, "শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে, তিনি যে সেখানে বসে অনেক ধরনের কমেন্ট করছেন, সে বিষয়ে কথা হয়েছে। সীমান্ত হত্যা নিয়ে কথা হয়েছে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে