ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ঈদের ছুটি শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ

২০২৫ এপ্রিল ০৪ ১২:৩১:৫১
ঈদের ছুটি শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ

ডুয়া ডেস্ক : দুর্ভোগহীন এক অন্যরকম ঈদ যাত্রায় যেভাবে স্বস্তিতে বাড়ি ফিরেছিল মানুষ, ঈদের ছুটি শেষে ঠিক তেমন স্বস্তি নিয়েই রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। তবে সরকার ঘোষিত দীর্ঘ ছুটি থাকায় এখনো ঢাকামুখী যাত্রা পুরোপুরি জমে ওঠেনি।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে গাবতলী বাসস্ট্যান্ডে দেখা গেছে, অনেকে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরছেন রাজধানীতে। তবে ঢাকার প্রবেশপথ ও বাহিরমুখী সড়কগুলোয় ঈদের আগের মত চিরচেনা ভিড় চোখে পড়ছে না। কেউ কেউ এখনও ঢাকা ছাড়ছেন, আবার কেউ ফিরছেন ছুটি শেষে।

গাবতলী বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় দেখা গেছে, গ্রামের দিক থেকে আগত গাড়িগুলোতে রয়েছে যাত্রীদের উপস্থিতি। একদিকে ঢাকায় প্রবেশ করা বাসগুলো থেকে যাত্রীরা নামছেন, অন্যদিকে ঢাকা ছাড়তেও বেশ কিছু বাস ছেড়ে যাচ্ছে যাত্রী নিয়ে।

রাজদূত পরিবহনের টিকিট কাউন্টারের একজন কর্মী জানান, “ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে সব সিট পূর্ণ থাকছে। একইভাবে ঢাকামুখী বাসগুলোতেও যাত্রী কমছে না।”

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী মো. জুবায়ের মাসুদ বলেন, “এবারের ঈদে মালিকরা খুব একটা লাভ করতে পারেননি। ঈদের আগে বাসগুলোতে যাত্রী পেলেও ফিরতি পথে অনেক বাস খালি এসেছে। তবে যাত্রীদের আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে পেরে আমরা তৃপ্ত।”

অন্যদিকে রাজধানীর অভ্যন্তরীণ চিত্র কিছুটা ভিন্ন। রাস্তাঘাট এখনো তুলনামূলক ফাঁকা। গণপরিবহনে যাত্রী সংখ্যা অনেক কম, যানজট প্রায় নেই বললেই চলে।

যাত্রীরা বলছেন, “আগে যে পথ পার হতে দেড় ঘণ্টা লাগত, এখন তা পার হচ্ছি মাত্র ১৫ মিনিটে।” তবে পরিবহন শ্রমিকরা বলছেন, “এত অল্প যাত্রী নিয়ে গাড়ি চালালে তেলের খরচই উঠছে না।”

সব মিলিয়ে এবার ঈদ শেষে ভোগান্তিমুক্ত যাত্রায় সন্তুষ্ট যাত্রীরা। ঢাকায় ফিরে আবারও কর্মজীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা, স্বস্তির ঈদ কাটিয়ে ফিরতে পেরে যেন এক ধরনের মানসিক প্রশান্তিও কাজ করছে তাদের মধ্যে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে