ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বাংলাদেশ প্রসঙ্গ এনে এক বাক্যে যা বললেন ট্রাম্প

২০২৫ এপ্রিল ০৩ ২১:৫৮:৩৩
বাংলাদেশ প্রসঙ্গ এনে এক বাক্যে যা বললেন ট্রাম্প

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ওপর "পারস্পরিক" শুল্ক আরোপের ঘোষণা দেন। হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সামনে এক বৈঠকে ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে বলেন, "বাংলাদেশ, ৭৪ শতাংশ (শুল্ক) দেখুন কী চলছে।" এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রপ্তানি হওয়া পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের কথা জানান, যা আগে ছিল ১৫ শতাংশ এবং এখন হবে ৩৭ শতাংশ।

এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০%, ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬%, শ্রীলঙ্কার পণ্যের ওপর ৪৪%, তাইওয়ানের পণ্যের ওপর ৩২%, জাপানের পণ্যের ওপর ২৪%, দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫%, থাইল্যান্ডের পণ্যের ওপর ৩৬%, সুইজারল্যান্ডের পণ্যের ওপর ৩১%, ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ৩২%, মালয়েশিয়ার পণ্যের ওপর ২৪%, কম্বোডিয়ার পণ্যের ওপর ৪৯%, যুক্তরাজ্যের পণ্যের ওপর ১০%, দক্ষিণ আফ্রিকার পণ্যের ওপর ৩০%, ব্রাজিলের পণ্যের ওপর ১০%, সিঙ্গাপুরের পণ্যের ওপর ১০%, ইসরায়েলের পণ্যের ওপর ১৭%, ফিলিপাইনের পণ্যের ওপর ১৭%, চিলির পণ্যের ওপর ১০%, অস্ট্রেলিয়ার পণ্যের ওপর ১০%, তুরস্কের পণ্যের ওপর ১০% এবং কলম্বিয়ার পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করা হয়েছে।

এছাড়া, মিয়ানমারের পণ্যের ওপর ৪৪%, লাওসের পণ্যের ওপর ৪৮% এবং মাদাগাস্কারের পণ্যের ওপর ৪৭% শুল্ক আরোপ করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর