ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বাংলাদেশের ওপর কেন শুল্ক আরোপ করেছে ট্রাম্প?

২০২৫ এপ্রিল ০৩ ১৭:১৫:৩০
বাংলাদেশের ওপর কেন শুল্ক আরোপ করেছে ট্রাম্প?

ডুয়া ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একেক সিদ্ধান্তে তটস্থ হয়ে পড়ছে পুরো বিশ্ব। বিভিন্ন দেশকে হুমকি দেওয়া, অভিবাসীদের হাতে-পায়ে শিকল বেঁধে ফেরত দেওয়াসহ একাধিক বিতর্কিত সিদ্ধান্তও নিয়েছেন তিনি। এবার বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই নতুন শুল্ক ঘোষণা করেন।

এদিনটিকে আমেরিকার ‘স্বাধীনতা দিবস’ হিসেবে ঘোষণা করেছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক নীতির অংশ হিসেবে বাংলাদেশসহ একাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

ইউএস টুডে-র প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির লক্ষ্য হলো উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য ভারসাম্যহীনতা সমাধান করা। বিশ্লেষকদের মতে, এটি একটি প্রতিশোধমূলক কৌশল। ট্রাম্প পূর্বে বলেছিলেন, যে দেশ আমেরিকার পণ্যে বেশি শুল্ক আরোপ করবে, ২ এপ্রিল থেকে তাদের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করা হবে।

তবে ট্রাম্প পুরোপুরি তার সিদ্ধান্তে অটল ছিলেন না। এ বিষয়ে তিনি বলেন, "আমি তা করতে পারতাম; তবে তাতে অনেক দেশ কঠিন পরিস্থিতির মুখে পড়বে।"

এখন পর্যন্ত আমেরিকা কী ভিত্তিতে এসব দেশের ওপর শুল্ক আরোপ করেছে তা স্পষ্ট হয়নি। তবে ট্রাম্পের পাল্টা শুল্কের ফলে বাংলাদেশের পণ্যে ৩৭ শতাংশ, ভারতের পণ্যে ২৬ শতাংশ, পাকিস্তানের পণ্যে ২৯ শতাংশ এবং চীনা পণ্যে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ২০ শতাংশ, ভিয়েতনামের পণ্যে ৪৬ শতাংশ, শ্রীলঙ্কার পণ্যে ৪৪ শতাংশ, তাইওয়ানের পণ্যে ৩২ শতাংশ, জাপানের পণ্যে ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, থাইল্যান্ডের পণ্যে ৩৬ শতাংশ, সুইজারল্যান্ডের পণ্যে ৩১ শতাংশ, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, মালয়েশিয়ার পণ্যে ২৪ শতাংশ, কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ, যুক্তরাজ্যের পণ্যে ১০ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ, ব্রাজিলের পণ্যে ১০ শতাংশ, সিঙ্গাপুরের পণ্যে ১০ শতাংশ, ইসরায়েলের পণ্যে ১৭ শতাংশ, ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ, চিলির পণ্যে ১০ শতাংশ, অস্ট্রেলিয়ার পণ্যে ১০ শতাংশ, তুরস্কের পণ্যে ১০ শতাংশ, কলম্বিয়ার পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এছাড়া, মিয়ানমারের পণ্যে ৪৪ শতাংশ, লাওসের পণ্যে ৪৮ শতাংশ এবং মাদাগাস্কারের পণ্যে ৪৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে