ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডাকসু হামলার ৫ বছর পর নতুন করে তদন্ত শুরুর চিন্তা ঢাবির

২০২৪ ডিসেম্বর ২২ ১২:২১:৪৫
ডাকসু হামলার ৫ বছর পর নতুন করে তদন্ত শুরুর চিন্তা ঢাবির

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সহযোগীদের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা কমিটি ৫ বছর পার হয়ে গেলেও এখনো প্রতিবেদন জমা দিতে পারেনি। তবে ফের নতুন করে এই ভয়াবহ হামলার তদন্ত শুরু করার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন।

২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হল নুরের কক্ষে বাতি নিভিয়ে হামলা চালানো হয়। এতে নুরুলসহ অন্তত ৩০ জন আহত হন। ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের হামলার পরেরদিনই ঘটনা তদন্তে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে ছয় কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। পরে সেটি তিন দফায় পেছালেও সেই প্রতিবেদন ৫ বছরেও জমা হয়নি।

তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কথা নিশ্চিত করেছেন সেই তদন্ত কমিটির আহ্বায়ক ও তৎকালীন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ।

এই হামলার নতুন করে তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

তিনি বলেন, এ ধরনের হামলা নজিরবিহীন ছিল। আমরা ইতিমধ্যে বিষয়টা নিয়ে ভেবেছি। শিক্ষার্থীরা চাইলে আমরা এটার তদন্ত ফের শুরু করব।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, ডাকসু হামলার পরিপ্রেক্ষিতে যে প্রহসনের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা কোনো তদন্ত না করে প্রমাণ করেছেন যে হাসিনার আমলের তদন্ত কমিটি আসলেই একটি দায় এড়ানোর কমেডি। আমরা নতুনভাবে তদন্ত কমিটি গঠন করে অতিদ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহ্বান করছি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে