ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সড়কে প্রাণ হারালেন ছাত্র আন্দোলনের সহ-মুখপাত্র তানিফা

২০২৫ এপ্রিল ০৩ ১৫:৩৩:১৬
সড়কে প্রাণ হারালেন ছাত্র আন্দোলনের সহ-মুখপাত্র তানিফা

ডুয়া নিউজ: গত কয়েকদিন ধরে সারা দেশে ভয়াবহ রকমের বেড়েছে সড়ক দুর্ঘটনা। ঈদের আগের দিন থেকে বুধবার পর্যন্ত দেশব্যাপী সড়ক দুর্ঘটনায় অন্তত অর্ধশত মানুষ নিহত হয়েছেন। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে নিহত হন তিনি।

বুধবার (০২ এপ্রিল) রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র, আমাদের রাজপথের সহযোদ্ধা তানিফা আহমেদ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।"

শোকবার্তায় আরও বলা হয়, ‘তানিফা ছিলেন সংগ্রামী, সাহসী এবং আদর্শবান একজন কর্মী। বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে গেছেন। তার অকালে চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’

সর্বশেষ বলা হয়, ‘তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে