ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

থাইল্যান্ডে ৭ দেশের মধ্যে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই

২০২৫ এপ্রিল ০৩ ১৪:২৮:২২
থাইল্যান্ডে ৭ দেশের মধ্যে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই

ডুয়া নিউজ : বঙ্গোপসাগরীয় সাত দেশের জোটের মধ্যে সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যে বিমসটেক জোটের পররাষ্ট্রমন্ত্রীরা একটি চুক্তিতে সই করেছেন।

আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে বিমসটেক মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এ চুক্তি সই করেন।

পরে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় তিনি তার বক্তৃতায় বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, বিমসটেকের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের দৃঢ় সংকল্প রয়েছে।

এছাড়াও, তিনি বিমসটেক মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে আন্ত-আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং ফলপ্রসূ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার বিষয়টি উত্থাপন করেন। পাশাপাশি তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত এসব নাগরিকদের (রোহিঙ্গা) অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানান।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে