ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

হাঙ্গেরিতে ক্রমেই জোরালো হচ্ছে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি

২০২৫ এপ্রিল ০২ ১৯:০৩:৩০
হাঙ্গেরিতে ক্রমেই জোরালো হচ্ছে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি

ডুয়া ডেস্ক: হাঙ্গেরিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি আরও জোরালো হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এবং ইউরোপীয়ান গ্রিন পার্টি, উভয়ই নেতানিয়াহুকে আইসিসির (আন্তর্জাতিক অপরাধ আদালত) গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তারের জন্য হাঙ্গেরির প্রতি আহ্বান জানিয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়ে দেশটিতে সফরের সুযোগ দিয়েছেন। তবে এই সফরের পর আইসিসির পরোয়ানা অনুযায়ী হাঙ্গেরি তাকে গ্রেপ্তার করতে বাধ্য।

এই অবস্থায় হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, আইসিসির সদস্যরাষ্ট্র হিসেবে হাঙ্গেরি এই আদালতের সিদ্ধান্তে সহযোগিতা করতে বাধ্য। তারা জানান, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী কোনও ব্যক্তি যদি সদস্য রাষ্ট্রে প্রবেশ করে তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে। ইউরোপীয়ান গ্রিন পার্টি আরও দাবি করেছে যে, যদি হাঙ্গেরি নেতানিয়াহুকে গ্রেপ্তার না করে তাহলে আইনের শাসনকে অবজ্ঞা করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে