ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

'তারেক রহমানের নেতৃত্বে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে'

২০২৫ এপ্রিল ০২ ১৭:৩৭:২৬
'তারেক রহমানের নেতৃত্বে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে'

ডুয়া নিউজ : তারেক রহমানের নেতৃত্বে এ দেশে স্থায়ী ও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকার খুব শীঘ্রই এ দেশে একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন, যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, "যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে। সেই স্বাভাবিক পরিস্থিতি যেন কোনোভাবেই হুমকির মুখে না পড়ে। আমরা সচেতন ও সজাগ রয়েছি। তা ধরে রাখতে সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাদেরও দায়িত্ব রয়েছে।"

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, "বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে, গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, যেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হতে পারে। এই চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলায় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার জন্য যে যেখানে আছি সেখান থেকে আমাদের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে আসতে হবে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে