ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

বিদেশে পলাতক ৪ সাবেক মন্ত্রীকে দেখা গেল এক ফ্রেমে

২০২৫ এপ্রিল ০২ ১৬:৩৩:২৯
বিদেশে পলাতক ৪ সাবেক মন্ত্রীকে দেখা গেল এক ফ্রেমে

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কাউকে কাউকে বিভিন্ন দেশে দেখা গেছে। তবে এবার যুক্তরাজ্যে পতিত সরকারের সাবেক চার মন্ত্রীকে একসঙ্গে দেখা গেছে।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের একটি হাসপাতালে তাদের দেখা যায়। পরবর্তীতে তাদের সেই ছবি সোশ্যালমিডিয়ায় ছড়িয়ে পড়ে।

সাবেক চার মন্ত্রী হলেন আব্দুর রহমান, হাছান মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী এবং শফিকুর রহমান চৌধুরী।

জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (১ এপ্রিল) তাকে দেখতে হাসপাতালে যান সাবেক এই চার মন্ত্রী।

প্রসঙ্গত, এর আগে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে তাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল, তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই প্রথম তারা একসঙ্গে দেখা গেল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর