ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ট্রেন দুর্ঘটনায় চাকরির শেষ দিনে প্রাণ হারালেন চালক

২০২৫ এপ্রিল ০২ ১৬:০৫:৪৮
ট্রেন দুর্ঘটনায় চাকরির শেষ দিনে প্রাণ হারালেন চালক

ডুয়া নিউজ : ভারতের ঝাড়খণ্ডে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেন দুটির চালক দুজনই নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১ এপ্রিল) ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার বারহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের বরাতে এই তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজনের নাম গঙ্গেশ্বর মাল এবং অপরজনের নাম অম্বুজ মাহাতো।

জানা গেছে, গঙ্গেশ্বর মাল ছিলেন একজন অভিজ্ঞ মালগাড়ি চালক। মঙ্গলবার ছিল তার কর্মজীবনের শেষ দিন। বুধবার থেকে তিনি অবসর নেবেন। চাকরি থেকে অবসর নেয়ার আগে, তিনি ট্রেন চালানোর শেষ দিনেই মর্মান্তিক মৃত্যু হয়। তার বাড়ি ছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে।

সূত্রের খবর অনুযায়ী, গঙ্গেশ্বর মাল দীর্ঘদিন ধরে মালগাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার গোড্ডা জেলার লালমাটি এলাকা থেকে কয়লা বোঝাই একটি মালগাড়ি ফরাক্কার এনটিপিসির দিকে যাচ্ছিল। এ সময় ঝাড়খণ্ডের লুপলাইনে একটি খালি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। দুটি মালগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে দুটিতেই আগুন লেগে যায়। এই দুর্ঘটনায় গঙ্গেশ্বর মাল এবং অম্বুজ মাহাতো নামে আরেক চালক প্রাণ হারান।

গঙ্গেশ্বরের পরিবারের সদস্যরা জানান, "সকালে গঙ্গেশ্বরের মৃত্যুর খবর আসে। কথা ছিল শেষ ট্রেনটা চালিয়ে বাড়ি ফিরবেন গঙ্গেশ্বর। তার আসার অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু সেটা আর হল না। শেষ দিনে ঘটে এ দুর্ঘটনা।"

নিহত গঙ্গেশ্বরের মেয়ে বলেন, "সকালে খবর পাই যে মালগাড়িটি চালিয়ে বাবা ফিরছিলেন সেটা দুর্ঘটনায় পড়েছে। এতে দুজনের মৃ্ত্যু হয়েছে। তার মধ্যে একজন আমার বাবা। এরপরই ঝাড়খণ্ডের দিকে রওনা দেন আমার ভাই ও আমার স্বামী। একথা বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।"

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, "দুটি ডিজেল ইঞ্জিনযুক্ত এনটিপিসির একটি মালবাহী ট্রেন ক্রসিংয়ের কাছে অপেক্ষা করছিল যাতে অন্য একটি ট্রেন চলে যেতে পারে। কিন্তু ভুলবশত আরেকটি মালবাহী ট্রেন ঠিক একই লাইনে চলে আসে, এতে মালবাহী দুটি ট্রেনের চালক নিহত হয়েছেন।"

ওই কর্মকর্তা আরও বলেন, "মালগাড়ির দুর্ঘটনাটি কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লুপ লাইনে কীভাবে গেল ট্রেনটি সেটা খতিয়ে দেখা হচ্ছে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে