ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

২০২৫ এপ্রিল ০২ ১১:২৪:৩৭
ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ডুয়া নিউজ: বঙ্গোপসাগরীয় বহুদেশীয় প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (বিমসটেক) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। এটি তাঁদের প্রথম বিদেশ সফর, যা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। স্থানীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিমসটেক সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টার এ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ এটি তার প্রথম আঞ্চলিক কূটনৈতিক বৈঠক যেখানে বাংলাদেশসহ বিমসটেকভুক্ত সাতটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে