ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পেনশন হিসেবে ৯ লাখ টাকা পেলেন ইমাম

২০২৫ এপ্রিল ০২ ০৯:৩২:৫৫
পেনশন হিসেবে ৯ লাখ টাকা পেলেন ইমাম

ডুয়া ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শাহজাহান খানকে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানিয়েছেন গ্রামবাসী। দীর্ঘ তিন যুগের বেশি সময় ইমামতি শেষে তাকে এককালীন ৯ লাখ টাকা পেনশন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে আয়োজিত এই বিদায়ী সংবর্ধনায় ইমামকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানানো হয়, দেওয়া হয় ক্রেস্ট ও নানা উপহার। এরপর ঘোড়ার গাড়িতে করে সম্মানের সঙ্গে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বিদায় উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেয় অর্ধশতাধিক মোটরসাইকেল। নতুন কহেলা জামে মসজিদ কমিটি ও গ্রামবাসীরা সম্মিলিতভাবে এই আয়োজন করেন।

জানা গেছে, ১৯৯১ সালে মাত্র ৬০০ টাকা বেতনে নতুন কহেলা জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব নেন মাওলানা মোহাম্মদ শাহজাহান খান। দীর্ঘ কর্মজীবনের শেষ দিকে তার বেতন দাঁড়ায় ১৭,৫০০ টাকা। ঢাকার লালবাগের একটি মাদরাসা থেকে শিক্ষাজীবন শেষ করে ইমামতি শুরু করেন তিনি।

তার দীর্ঘ কর্মজীবনে তিনি দেড় হাজারের বেশি জানাজার নামাজ পড়িয়েছেন এবং প্রায় ৬০০ মানুষকে কুরআনের শিক্ষা দিয়েছেন। গ্রামবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে ইমাম শাহজাহান বলেন, “আমি কৃতজ্ঞ আল্লাহর রহমতের জন্য এবং গ্রামের মানুষের প্রতি, যারা আমাকে এমন সম্মান দিয়ে বিদায় জানিয়েছেন।”

নতুন কহেলা জামে মসজিদ কমিটির সভাপতি সেলিম খান বলেন, “এমন আয়োজন সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। তার প্রতি গ্রামবাসীর ভালোবাসার প্রতিদান হিসেবে আমরা সরকারি চাকরির মতোই এককালীন পেনশন ব্যবস্থা করেছি।”

বিদায়ের দিন গ্রামের প্রায় ৩ শতাধিক মানুষ ৭ কিলোমিটার হেঁটে ইমামকে তার বাড়িতে পৌঁছে দেন। এ বিদায় স্মরণীয় হয়ে থাকবে গ্রামবাসীর কাছে, যা একজন ইমামের প্রতি তাদের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: পেনশন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে