ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

অবশেষে ঈদে প্রকাশ্যে এলেন হাছান মাহমুদ

২০২৫ এপ্রিল ০১ ২২:২৯:২৭
অবশেষে ঈদে প্রকাশ্যে এলেন হাছান মাহমুদ

ডুয়া নিউজ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সম্প্রতি লন্ডনে ঈদুল ফিতরের নামাজের জামাতে জনসম্মুখে স্বাভাবিকভাবে দেখা গেছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি দীর্ঘদিন গোপনে ছিলেন। স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) সকালে তিনি লন্ডনের গ্যাংসহিল এলাকায় অবস্থিত আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

হাছান মাহমুদের অবস্থান নিয়ে ৫ আগস্টের পর বিভিন্ন জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছিল। অনেকের ধারণা ছিল, তিনি বাংলাদেশে নেই এবং বিদেশে অবস্থান করছেন। এর মধ্যে তিনি হঠাৎ লন্ডনে আবির্ভূত হন। ঈদের নামাজের পর মসজিদের বাইরে তিনি পরিচিত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুটি ছবি বিশেষভাবে আলোচিত হয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, হাছান মাহমুদ যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে উষ্ণভাবে কোলাকুলি করছেন। দ্বিতীয় ছবিতে হাছান মাহমুদের পাশে দাঁড়িয়ে আছেন সাংবাদিক সৈয়দ আনাস পাশা, তার ছেলে এবং আইটিভির সাংবাদিক মাহাথির পাশা।

হাছান মাহমুদ বেলজিয়ামে থাকেন জানিয়ে সৈয়দ আনাস পাশা বাংলাদেশি একটি গণমাধ্যমকে বলেছেন, লন্ডনে অধ্যয়নরত ছেলের সঙ্গে ঈদ উদযাপন করতে তিনি লন্ডনে এসেছেন।

আনাস পাশা আরও বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সম্পর্কে আমার চাচা এবং লন্ডনে আমরা একই এলাকায় বাস করি। নামাজ শেষে তিনি হাছান মাহমুদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে