ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

নিষেধাজ্ঞার কবলে মেসির দেহরক্ষী

২০২৫ এপ্রিল ০১ ১৭:১৯:৪৮
নিষেধাজ্ঞার কবলে মেসির দেহরক্ষী

ডুয়া ডেস্ক : ফুটবল জাদুকর লিওনেল মেসির পাশে প্রায় সর্বদা উপস্থিত থাকা সুঠামদেহী ব্যক্তিটি হলেন ইয়াসিন চুকো। আমেরিকায় আসার পর থেকে আর্জেন্টিনা অধিনায়কের সার্বক্ষণিক সঙ্গী তিনি। ইন্টার মায়ামির কোনও ম্যাচের সময় মাঠের বাইরে শুধু নয়, কখনও কখনও মাঠের ভেতরেও দৌড়াতে দেখা যায় তাকে। মেসিকে ছুঁয়ে দেখতে মাঠে অনুপ্রবেশকারীদের থামিয়ে দিয়ে বেশ কয়েকবার আলোচিত হয়েছেন তিনি। এবার থেকে আর এই কাজটি করতে পারবেন না ফুটবল জাদুকরের দেহরক্ষী। তাকে মাঠে ঢুকতে নিষিদ্ধ করেছে মেজর লিগ সকার।

নেভি সিলে কাজ করা ইয়াসিন ২০২৩ সাল থেকে মেসির দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিষেধাজ্ঞার ফলে তিনি আর এমএলএস ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মেসির পাশে সাইডলাইনে থাকতে পারবেন না। তবে ড্রেসিংরুম এবং মিক্সড জোনে মেসির পাশে থাকার ক্ষেত্রে কোনো বাধা নেই।

এমএলএস এর এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে হাউজ অব হাইলাইটসকে ইয়াসিন বলেছেন, "তারা আর আমাকে মাঠে থাকতে দেবে না। আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি। এই সময়ে মাত্র ৬ জন মাঠে অনুপ্রবেশ করেছে। আর এখানে ২০ মাস কাজ করেছি, ১৬ জনকে ঢুকতে দেখলাম। এখানে অনেক সমস্যা। আমি সমস্যা নই। আমাকে মেসিকে সাহায্য করতে দিন।"

নিজেকে মেসির পরিবারের অংশ মনে করেন ইয়াসিন, "আমার মনে হয় আমি যেন তার পরিবারের কেউ। তার সুরক্ষায় আমি অনেক খাটি, শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও। কারণ তিনি আমাকে অনেক বিশ্বাস করেন এবং আমার ওপর নির্ভরশীল। আমার মনোযোগের সবটাই তাকে দেই। তিনি খুব বিনয়ী।"

ইন্টার মায়ামি এই সপ্তাহে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে এলএ গ্যালাক্সির সঙ্গে খেলবে। এই ম্যাচ থেকেই শুরু হবে ইয়াসিনের নিষেধাজ্ঞা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে